Ek Nojor Tangail Historyটাংাইলে এর আতিত ইতিহাস Education news In Tangail
১৯৬৯ খ্রিস্টাব্দের ০১ ডিসেম্বর
টাঙ্গাইল মহকুমা তৎকালীন পূর্ব
পাকিস্তানের ১৯ তম
জেলা হিসেবে আত্নপ্রকাশ করে।
বর্তমান টাঙ্গাইল জেলা অতীত
যমুনা নদীর বুকে নতুন জেগে ওঠা চর
এলাকার সমষ্টি। অতীতে এখানে ছোট
ছোট জনগোষ্ঠী বাস শুরু করে যার
অধিকাংশই যমুনার পশ্চিম পাড়ের
অধিবাসী।
বহু ভাঙ্গাগড়া ও রাজনৈতিক দখল-
বেদখল, চড়াই উৎরাই পেরিয়ে আমাদের
এই জেলা আজ টাঙ্গাইল বলে পরিচিত
লাভ করেছে।
টাঙ্গাইল জেলার আয়তন ৩৪২৪.৩৮ বর্গ
কি.মি.। টাঙ্গাইল জেলার
পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর,
পশ্চিমে সিরাজগঞ্জ, উত্তরে জামালপুর,
দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা।
টাঙ্গাইল জেলা ব্যাপ্তি ২৩.৫৯ উত্তর
অক্ষাংশ থেকে ২৪.৪৮ উত্তর অক্ষাংশ ও
৮৯.৪৮ পূর্ব দ্রাঘিমা থেকে ৯০.৫১ পূর্ব
দ্রাঘিমা পর্যন্ত।
টাঙ্গাইল জেলায় উপজেলা ১২ টি।
টাঙ্গাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর,
ঘাটাইল, কালিহাতী, দেলদুয়ার,
নাগরপুর, মির্জাপুর, সখিপুর, বাসাইল ও
ধনবাড়ি।
টাঙ্গাইল জেলায় পৌরসভা ৯টি।
টাঙ্গাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর,
ঘাটাইল, কালিহাতী, মির্জাপুর,
সখিপুর, বাসাইল ও ধনবাড়ি ।
টাঙ্গাইল জেলায় নির্বাচনী আসন
৮টি।
মধুপুর-ধনবাড়ি-০১,গোপালপুর-
ভূঞাপুর-০২,ঘাটাইল-০৩,কালিহাতী-০৪,
টাঙ্গাইল-০৫,দেলদুয়ার-
নাগরপুর-০৬,মির্জাপুর-০৭,সখিপুর-
বাসাইল-০৮।
টাঙ্গাইল জেলার উল্লেখযোগ্য নদ-
নদী হলো যমুনা, ধলেশ্বরী, বংশী,
লৌহজং, খিরু,
যুগনী,ফটিকজানি,এলংজানি,
লাঙ্গুলিয়া, ঝিনাই।
এক নজরে টাঙ্গাইলের নামকরন ও
উৎপত্তি
-১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল
তাঁর মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই
আটিয়া বলে উল্লেখ করেন।
- ১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল
নামে কোনো নির্দিষ্ট স্থানের পরিচয়
পাওয়া যায় না।
- ১৮৬৯ খ্রিস্টাব্দ সরকারী আদেশ
অনুযায়ী পারদীঘুলিয়া মৌজায় অন্তর্গত
আতিয়া নামক গ্রামে টান-আইল থানার
সদর স্থাপন করা হয়। বিগত শতাব্দীর
মধ্যবর্তীকালীণ সময়ে টান-আইল
মৌজা টাঙ্গাইল নামের রূপান্তরিত
হয়।
- ১৫ নভেম্বর ১৮৭০
খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর
আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের
সময় থেকে টাঙ্গাইল
নামটি পরিচিতি লাভ করে।
- বিভিন্ন সময়ে দাবির
প্রেক্ষিতে টাঙ্গাইল
মহকুমা প্রতিষ্ঠার একশত বৎসর পর
অর্থাৎ ১৯৬৯ খ্রিস্টাব্দের ০১
ডিসেম্বর টাঙ্গাইল মহকুমা তৎকালীন
পূর্ব পাকিস্তানের ১৯তম
জেলা হিসেবে আত্নপ্রকাশ করে।